শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য বেরোবি ছাত্রলীগের পানি ও স্যালাইন বিতরণ

বেরোবি প্রতিনিধি ৩ মে , ২০২৪, ১৬:৪১:০৪

206
  • ছবি : নিউজজি

বেরোব: গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের বিনামূল্যে সুপেয় পানি, স্যালাইন বিতরণ ও ভর্তি তথ্য সহযোগী কেন্দ্র স্থাপন করেছে। শুক্রবার (৩) বিশ্ববিদ্যালয় গুচ্ছ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা বেরোবি কেন্দ্রে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পরিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য ও সহযোগিতা কেন্দ্র স্থাপন করে।

এ সময় চলমান তাপদহ থেকে স্বস্তির লক্ষ্যে ভর্তি পরিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় পানি ও শরবত বিতরণ করে সংগঠনটি। পরিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, মানিব্যাগ, ঘড়ি বিনামূল্যে নিরাপদে রেখে ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

এ বিষয়ে বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান শামীম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাদ্দাম হোসেন ভাইয়ের সার্বিক দিকনির্দেশনায় বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এ সময় ভর্তি তথ্য কেন্দ্রে শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন